About

Cst park এর পক্ষ থেকে স্বাগতম,

কম্পিউটার সাইন্স টেকনোলজি কি?

কম্পিউটার বিজ্ঞান ওপ্রকৌশল হল অনেক বিশ্ববিদ্যালয়ের একটি একাডেমিক প্রোগ্রাম যাকম্পিউটিং এর বৈজ্ঞানিক এবং প্রকৌশল দিকগুলিকে অন্তর্ভুক্ত করে।সিএসই একটি শব্দ যা প্রায়শই ইউরোপে ইঞ্জিনিয়ারিং ইনফরমেটিক্স একাডেমিক প্রোগ্রামের নাম অনুবাদ করতে ব্যবহৃত হয়। এটি স্নাতক এবং স্নাতক করতর উভয় ক্ষেত্রেই প্রদান করা হয়।

Blog

cst park এ আসার সুবিধা :

এই শৃঙ্খলা ও অধ্যায়নরত শিক্ষার্থীরা প্রযুক্তিগত দক্ষতা যেমন লিড জেনারেশন, সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কনটেন্ট রাইটিং সমস্যার সমাধান নেতৃত্ব এবং আরও অনেক কিছু শিখেছি।স্কুল থেকে হাসপাতাল এবং আর্থিক কোম্পানি কম্পিউটারের বিজ্ঞান সর্বত্র তার ভূমিকা আছে।  শিল্পে কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তির উচ্চ চাহিদার থাকে।

News

cst park এ আসার উপকারিতা :

কম্পিউটার সাইন্স টেকনোলজিতে এসে আমরা কম্পিউটার সম্পর্কে বিভিন্ন ধরনের বিভিন্ন ধারণা পেয়েছি।  যেমন কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে, কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার ও কি কি, নেটওয়ার্ক টপোলজি কত প্রকার ও কি কি, বাস টপোলজি ও স্টার টপোলজির মধ্যে পার্থক্য, স্টার টপোলজির সুবিধা ও অসুবিধা, রিং টপোলজি ও ষ্টার টপোলজির মধ্যে পার্থক্য, টপোলজি কাকে বলে কত প্রকার ও কি কি, নেটওয়ার্ক টপোলজি বলতে কি বুঝায়, স্টার টপোলজি কি, স্টার টপোলজির সম্প্রসারিত রূপ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি।

About
https://www.youtube.com/@cstpark.

সুন্দর প্রশ্ন। আসলে কম্পিউটার বিজ্ঞান অসাধারণ মজার একটা বিষয়। এটা অনেক বড় জ্ঞানের দরজা খুলে দেয়। পুরো দুনিয়া এখন তথ্য প্রযুক্তির উপর নিরভর করে। এই যে মোবাইল থেকে কোরা তে উওর খুজছেন সেটাও কম্পিউটার বিজ্ঞান না আসলে পেতেন না। তাই জ্ঞান তৃষনা বলেন আর চাকুরির নিশচয়তা সব কিছুর দিক থেকেই কম্পিউটার বিজ্ঞান পড়ালেখার জন্য ভাল একটা বিষয়। এর উপকারিতা হল

১. আপনার লজিক্যাল চিন্তা গুলি ভাল ভাবে প্রকাশ করে বিভিন্ন মেশিন বা প্রোগ্রাম বানাতে পারবেন।

২. নিজের পছন্দ মত একটা ক্যারিয়ার গড়তে পারবেন

৩. চাকুরির বাইরে নিজের মত ফ্রি ল্যান্সিং করে ও আওনি স্বাবলম্বি হতে পারেন।

৪. চাইলে টেকনো বেইজ স্টার্টআপ শুরু করতে পারেন।

ভিন্ন বিষয়ে গবেষনায় আত্বনিয়োগ করে সম্ভাবনাময় জীবন পেতে পারেন।

cst park এর কি কি কাজ:

cst parkআসলে আমরা অনেক সেবা পাব। কম্পিউটার সম্পর্কে বিস্তারিত জানতে পাবো।  ডিজিটাল মার্কেটিং এর ধাপসমূহ সম্পর্কে জানতে পারব। যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, লিড জেনারেশন, সোশ্যাল মিডিয়া example Facebook, LinkedIn, YoTube ইত্যাদি। সোশ্যাল মিডিয়া যেমন সিএসটি পার্ক এর কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন নোটিশ জানতে পারবো। YouTube চ্যানেল এ গেলে কম্পিউটার সম্পর্কে বিভিন্ন প্রতিবেদন পাব।