গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অধ্যক্ষের কার্যালয়
রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর
Web:www.rpi.gov.bd;Email:rpi-16058@yahoo.com
স্মারক নং-রপই/একা০১/২০২৩-১৫৪৬
বিজ্ঞপ্তি
এতদ্বারা অত্র ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের (১ম ও ২য় শিফট) অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৩০ শে নভেম্বর ২০২৩ হতে অনুষ্ঠিতব্য ডিপ্লোমা ইন- ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ১ম,২য়, ৩য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম পর্ব
( নিয়মিত /অনিয়মিত) পরীক্ষার প্রবেশপত্র আগামী ২৬/১১/২০২৩ খ্রি: হতে ২৯-১১-২০২৩ খ্রি: তারিখ পর্যন্ত স্ব-স্ব বিভাগে বিতরণ করা হবে।এমতাবস্থায় শিক্ষার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে প্রবেশপত্র সংগ্রহের জন্য নির্দেশ প্রদান করা হলো ।
প্রবেশপত্রে কোন বিষয় কোড কম /বেশি থাকলে তা অতিসত্তর একাডেমিক শাখায় (কক্ষ নং ১২০৯) যোগাযোগ করার জন্য বলা হলো।
প্রবেশপত্র সংগ্রহের সময় সদ্যতোলা পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবির সাথে নিয়ে আসতে হবে। (পুরাতন /নষ্ট/ভাঙ্গা ছবি গ্রহণযোগ্য নয়)
★★★বিঃদ্রঃ অ্যালাইড গ্রুপ/ ইমাজিং টেকনোলজির পরীক্ষার্থীদেরও উক্ত সময়ের মধ্যে স্ব স্ব বিভাগ হতে প্রবেশপত্র সংগ্রহের জন্য নির্দেশ প্রদান করা হলো।
নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র সংগ্রহের ব্যর্থ হলে পরীক্ষা চলাকালীন ১৪৪ ধারা জারি থাকায় প্রবেশপত্র গ্রহণের সুযোগ থাকবে না।
লাইব্রেরী, ল্যাব/শপ, হোস্টেলসহ অন্যান্য শাখায় কোন পাওনা থাকলে তা পরিশোধ করে প্রবেশপত্র গ্রহণ করতে হবে।
স্মারক নং-রপই/একা০১/২০২৩-১৫৪৬
সদয় অবগতি ও পরবর্তী প্রয়োজনীয় কার্যার্থে অনুলিপি প্রেরণ করা হলো :
১।উপধ্যক্ষ/একাডেমিক ইনচার্জ অত্র ইনস্টিটিউ।
২।সি/আই/বিঃপ্রধানঃ-সিভিল/আরএস/ইটি/এমটি/ইএনটি/কম্পিঃ/ইএমটি, অত্র ইনস্টিটিউট ।
৩।হোটেল সুপার (ছাত্র/ছাত্রী) ক্রিড়া শিক্ষক/লাইব্রেরীয়ান/জেনারেল শাখা /স্টোর কিপার /হিসাব শাখা /কেয়ার টেকার/অত্র ইনস্টিটিউট।
৪।নোটিশ বোর্ড, অত্র ইনস্টিটিউট।
৫সংরক্ষণ নথি।
(প্রকৌশলী ফরিদ উদ্দিন আহমেদ )
অধ্যক্ষ
রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট
রংপুর