কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার ও কি কি কম্পিউটার-নেটওয়ার্ককে অনেকগুলো কম্পিউটার একসাথে জুড়ে দেওয়া হয় যেন একটি কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারে। জুড়ে দেওয়া কম্পিউটার গুলো অবস্থানের উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে নিম্নলিখিতভাবে চার ভাগ করা হয়
১. PAN (পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক)
২. LAN (লোকাল এরিয়া নেটওয়ার্ক )
৩. MAN(মেট্রোপলিটেন্ট এরিয়া . নেটওয়ার্ক)
৪. WAN (হোয়াইড এরিয়া নেটওয়ার্ক)
ব্যক্তিগত পর্যায়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তা হলো পিএএন ।ইস্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন প্রতিষ্ঠানের যে সকল নেটওয়ার্ক ব্যবহার করতে দেখা যায় এগুলো সবই লোকাল এরিয়া নেটওয়ার্ক। সচরাচর একটি শহরের মধ্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তা হলো এম এন। দেশ জুড়ে বা পৃথিবী জুড়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাহলে wan। এই নেটওয়ার্কের অন্তর্গত কম্পিউটার গুলো জুড়ে দেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা যায়। এই ভিন্ন ভিন্ন পদ্ধতিকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি।
YouTube
PAN (পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক)
পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এর সংক্ষেপে বলা হয় পিএএন। পারসোনাল এরিয়া নেটওয়ার্ক (Personal Area Network) হচ্ছে ক্ষুদ্র পরিসরে সীমাবদ্ধ একধরনের নেটওয়ার্ক । কম্পিউটারের সাথে মোবাইল ফোন, টেলিফোন বা অন্যান্য ডিজিটাল ডিভাইসের মধ্যকার নেটওয়ার্ক একধরনের পারসোনাল এরিয়া নেটওয়ার্ক ।অর্থাৎ, আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস যেমন– কম্পিউটার (Computer), ল্যাপটপ (Laptop), মোবাইল (Mobile), ডিজিটাল ক্যামেরা (Digital Camera), ওয়েব ক্যামেরা (Web camera), সাউন্ড সিস্টেম (Sound System), PDA, স্ক্যানার (Scanner) ইত্যাদির মধ্যে সংযোগ স্থাপন করে একজনের ব্যবহার উপযোগী যে নেটওয়ার্ক গড়ে তোলা হয় তাকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান (PAN) বলে।একটি PAN নেটওয়ার্ক একটি নির্ভরযোগ্য এবং স্থিতিশীল সংযোগ নিশ্চিত করে যদি এটি 10-মিটার সীমার মধ্যে প্রতিষ্ঠিত হয় ৷ সহজ ডেটা সিনক্রোনাইজেশন। একটি প্যান বিভিন্ন ডিভাইসের মধ্যে সহজ ডেটা সিমক্রোনাইজেশন প্রদান করে। একটি উদাহরণ হিসাবে, একটি প্যানের মধ্যে সংযুক্ত সমস্ত ডিভাইস একে অপরের সাথে ডেটা বিনিময়, ডাউনলোড এবং আপলোড করতে ব্যবহার করা যেতে পারে।
LAN (লোকাল এরিয়া নেটওয়ার্ক) :
লোকাল এরিয়া নেটওয়ার্ককে সংক্ষেপে বলা হয় এলএএন। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন প্রতিষ্ঠানে যে সকল নেটওয়ার্ক ব্যবহার করতে দেখা যায় এগুলো সবই লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক (ল্যান) (Local Area Network বা LAN) অর্থাৎ স্থানীয় অঞ্চলের নেটওয়ার্ক হলো একটি কম্পিউটার নেটওয়ার্ক যা বাড়ি, বিদ্যালয়ে, কম্পিউটার ল্যাবরেটরি বা অফিসের একটি সীমিত এলাকার একাধিক কম্পিউটারের মধ্যে আন্তঃসংযোগস্থাপন করে থাকে। একটি ল্যান নেটওয়ার্ক ছোট বা বড় হতে পারে এমনকি একজন ব্যবহারকারীও হতে পারে যে নিজের বাসাতে অথবা অফিসে বসে কাজ করে কিছু কম্পিউটার কানেকশন করে। এছাড়াও একটি বড় এন্টারপ্রাইজ যেখানে বিভিন্ন বিভাগ একসাথে কাজ করে নেটওয়ার্ক এর মাধ্যমে, দুটাকেই ল্যান নেটওয়ার্ক বলা হয় শুধুমাত্র পরিবেশটা ভিন্ন।
লোকাল এরিয়া নেটওয়ার্কের বৈশিষ্ট্য
- সীমিত দূরত্বের মধ্যে এর কার্যক্রম সীমাবদ্ধ।
- শ্রেণী সংযোগের মাধ্যমে কম্পিউটারগুলো সংযুক্ত হয়।
- ডেটা স্থানান্তরের হার সাধারণত ১০ মেগাবিট/সেঃ থেকে ১০০০মেগাবিট/সেঃ।
- এই নেটওয়ার্ক স্থাপন ও রক্ষণাবেক্ষণ পদ্ধতি সহজ ও খরচ কম।
- ব্যবহার করা সহজ। কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার ও কি কি
কিভাবে লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরী হয়
একটি ল্যান -নেটওয়ার্ক গঠিত হয় কেবল, অ্যাক্সেস পয়েন্ট, সুইচ, রাউটার এবং অন্যান্য কিছু সরাঞ্জাম এর মাধ্যমে যা ডিভাইসগুলিকে অন্যান্য ডিভাইসের সাথে যোগাযোগ ও তথ্য আদান-প্রদান করতে সক্ষম করে।ভার্চুয়ালাইজেশনের আবির্ভাব virtual ল্যান-এর বিকাশকেও অনেক বেশি ত্বরান্বিত করেছে, যা নেটওয়ার্ক অ্যাডমিনদের যৌক্তিকভাবে নেটওয়ার্ক নোডগুলিকে গ্রুপ করতে এবং বড় অবকাঠামো পরিবর্তনের প্রয়োজন ছাড়াই তাদের নেটওয়ার্কগুলিকে বিভাজন করতে সক্ষম করে। কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার ও কি কি
MAN(মেট্রোপলিটেন্ট এরিয়া নেটওয়ার্ক):
মেট্রোপলিটেন্ট এরিয়া নেটওয়ার্ক এর সংক্ষেপে বলা হয় এমএএন। সচরাচর একটি শহরের মধ্যে জেনে তৈরি করা হয় তা হলো ম্যান (MAN) এর পূর্ণরূপ হলো– মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (Metropolitan Area Network)। কোন বড় শহরের বিভিন্ন এলাকার মধ্যে বিস্তৃত কম্পিউটারসমূহের মধ্যে স্থাপিত নেটওয়ার্ককে MAN বলা হয়।একই শহরের মধ্যে অবস্থিত কয়েকটি ল্যানের সমন্বয়ে গঠিত ইন্টারফেসকে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলা হয়। কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার ও কি কি
ধরণের নেটওয়ার্কে ব্যবহৃত ডিভাইসগুলো হলো রাউটার (Router), সুইচ (Switch), মাইক্রোওয়েভ এন্টেনা (Microwave Antenna) ইত্যাদি।মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক লোকেদের LAN সংযোগ করতে দেয় । এটি একটি LAN-এর তুলনায় আরও ব্যাপক এবং একটি WAN-এর চেয়ে বেশি নিরাপত্তা প্রদান করে৷ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক সাধারণত বেশ কয়েকটি শহরের ব্লক বা পুরো শহরকে ঘিরে থাকে। এটি ডেটা হ্যান্ডেলিং দক্ষতা উন্নত করে যখন ডেটা স্থানান্তরের গতি বাড়ায়।
MAN(মেট্রোপলিটেন্ট এরিয়া নেটওয়ার্ক)এর বৈশিষ্ট্য :
- এ নেটওয়ার্কের ৫০-৭৫ মাইল পর্যন্ত বিস্তৃত হতে পারে।
- ডাটা ট্রান্সফার স্পিড গিগাবিট পার সেকেন্ড
- মিডিয়া হিসেবে টেলিফোন লাইন মডেম অনুষঙ্গিক যন্ত্রপাতি দরকার হয়
- এর মালিকানা সাধারণ কোন অর্গানাইজেশন এর হয়ে থাকে
WAN (হোয়াইড এরিয়া নেটওয়ার্ক):
হোয়াইড নেটওয়ার্ক কে সংক্ষেপে বলা হয় ডব্লিউএ এন। দেশ জুড়ে বা পৃথিবীজুড়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে বলা হয় ডব্লিউএএন। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (ওয়ান ) হল সেই প্রযুক্তি যা আপনার অফিস, ডেটা সেন্টার, ক্লাউড অ্যাপ্লিকেশন, ক্লাউড স্টোরেজ এবং একটি অঞ্চল, একটি দেশ, একটি মহাদেশ বা এমনকি সমগ্র বিশ্বকে নিয়ে গঠিত একটি বৃহৎ ভৌগলিক এলাকাকে কভার করে।ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) রাজ্য বা দেশের মধ্যে বড় দূরত্বে ডিভাইসগুলিকে সংযুক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে। সংযোগটি বেশিরভাগ ক্ষেত্রে বেতার এবং যোগাযোগের জন্য রেডিও টাওয়ার ব্যবহার করে। WAN নেটওয়ার্ক একাধিক LAN এবং MAN নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত হতে পারে।এই ধরণের নেটওয়ার্ক বিশাল এলাকা জুড়ে বিস্তৃত থাকে যেমন একই দেশের বিভিন্ন শহরে এবং এক দেশ হতে অন্য দেশ পর্যন্ত ছড়িয়ে থাকে।
ওয়াইড এরিয়া নেটওয়ার্কের সুবিধা হলো–
- পৃথিবীর যেকোনো প্রান্তে ইমেইল প্রেরণ করা যায়।
- অনলাইন শপিং করা যায়।
- ক্লাউড কম্পিউটিং সুবিধা পাওয়া যায়।
- বিভিন্ন তথ্য, পত্র-পত্রিক, বই, চলচ্চিত্র প্রভৃতি সংগ্রহ ও ব্যবহার করা যায়।
- ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে বুলেটিন বোর্ড গঠন করা যায।
- অল্প খরচে পৃথিবীর যে কোনো স্থানে ভয়েজ ও ভিডিও যোগাযোগ করা যায়।
- সমগ্র নেটওয়ার্ক বিশ্বকে টেবিলে বসে প্রত্যক্ষ করা যায় ইত্যাদি।